বকেয়া বেতন পরিশোধের বিজ্ঞপ্তি, সঙ্গীতবিদ্যায়তন |
প্রকাশকাল: ১৯ পৌষ ১৪২৭ |
[সকল হালনাগাদ তথ্যের জন্য ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন]
১৪২৭ শিক্ষাবর্ষের অনলাইন ক্লাস শুরু করতে বিলম্ব হওয়ায় ছায়ানট কার্যকরী সংসদের সিদ্ধান্তক্রমে এ বছর শিক্ষার্থীদের ২ মাসের বেতন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ হিসাবে ভর্তি/ পুনর্ভর্তির সময় যাঁরা ৬ মাসের বেতন পরিশোধ করে নিবন্ধন করেছেন, তাঁদের এ বছর আর ৪ মাসের বেতন পরিশোধ করতে হবে। আর যাঁরা শুরুতেই ১২ মাসের বেতন পরিশোধ করেছেন, তাঁদের ২ মাসের বেতনের অর্থ, উদ্বৃত্ত হিসাবে পরের শিক্ষাবর্ষে যোগ হবে।
যাঁদের ১৪২৭ শিক্ষাবর্ষের বেতন বকেয়া আছে, তাঁদের বকেয়া বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।
শিওরক্যাশ, বিকাশ অথবা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে বকেয়া বেতন পরিশোধ করা যাবে (ব্যাংক এশিয়ার জমার রশিদ ও বিকাশ/ শিওরক্যাশের মাধ্যমে অর্থ পরিশোধ প্রক্রিয়া নিচে দেয়া আছে)। ভবন থেকে পূবালী/ যমুনা ব্যাংকের জমার রশিদ সংগ্রহ করা যাবে; ব্যাংক রশিদ সংগ্রহের সময়: বৃহস্পতি থেকে সোমবার, সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০।
ব্যাংকে অর্থ পরিশোধ করলে, ব্যাংক রশিদের অনুলিপি কার্যালয়ের ই-মেইল (sb.chhayanaut@gmail.com), মেসেঞ্জার (m.me/sb.chhayanut) বা হোয়াটসঅ্যাপ নম্বরে (01730-482463) পাঠাতে হবে।
বিকাশের মাধ্যমে অর্থ প্রদান প্রক্রিয়া
শিওরক্যাশের মাধ্যমে অর্থ প্রদান প্রক্রিয়া
কার্যক্রমভেদে বকেয়া বেতনের পরিমাণ, শিক্ষাবর্ষ ১৪২৭
(ভর্তি/ পুনর্ভর্তির সময় যাঁরা ৬ মাসের বেতন জমা দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
কার্যক্রম
|
মাসিক বেতন
|
১৪২৭ শিক্ষাবর্ষের বকেয়া বেতন
|
বিকাশ চার্জসহ প্রদেয়
|
সঙ্গীত-সূচনা (শিশু)
|
৳ ৪৫০
|
৳ ১,৮০০
|
৳ ১,৮২৮
|
সঙ্গীত-সূচনা (বড়)
|
৳ ৪৫০
|
৳ ১,৮০০
|
৳ ১,৮২৮
|
সঙ্গীত-প্রবেশ
|
৳ ৬০০
|
৳ ২,৪০০
|
৳ ২,৪৩৭
|
শুদ্ধসঙ্গীত
|
৳ ৫০০
|
৳ ২,০০০
|
৳ ২,০৩১
|
নৃত্য-সূচনা
|
৳ ৪৫০
|
৳ ১,৮০০
|
৳ ১,৮২৮
|
নৃত্য-প্রবেশ
|
৳ ৫০০
|
৳ ২,০০০
|
৳ ২,০৩১
|
অথবা